টোকিও অলিম্পিকস, পঞ্চম দিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকের পঞ্চম দিনে আজ নিষ্পত্তি হয় ১১টি খেলা- ৩x৩ বাস্কেটবল, আর্টেস্টিক জিমনাস্টিক, সাইক্লিং রোড, ডাইভিং, ইকুয়েস্ট্রেইন, ফেন্সিং, জুডো, রোয়িং, রাগবি সেভেন্স, সাঁতার ও ভারোত্তোলনের মোট ২৩টি ডিসিপ্লিনের।

পঞ্চম দিন শেষেও পদক তালিকায় শীর্ষে রয়েছে জাপান। এদিন নতুন করে ৩টি স্বর্ণ পাওয়ায় মোট ১৩টি স্বর্ণ পদক তাদের। সঙ্গে ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ২২টি পদক নিয়ে শীর্ষে আছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীন। ১২টি স্বর্ণ ও ৬টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক পেয়েছে তারা।

১১টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জে মোট ৩১টি পদক নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র। ৭টি স্বর্ণ ১০টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ নিয়ে মোট ২৩টি পদক জিতে রাশিয়ান অলিম্পিক কমিটি আছে চতুর্থ স্থানে।

বাস্কেটবল ৩x৩

বাস্কেটবল ৩x৩ পুরুষদের ইভেন্টে স্বর্ণ জিতেছে লাটভিয়া। নারীদের পর পুরুষরাও ফাইনালে হেরে গেল রাশিয়ান অলিম্পিক কমিটির। তবে শুরুতে এগিয়ে ছিল তারাই। কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ২১-১৮ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয় লাটভিয়া। ইভেন্টের প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন তারাই। তৃতীয় হয়েছে সার্বিয়া। 

বাস্কেটবল ৩x৩

বাস্কেটবল ৩x৩ পুরুষদের ইভেন্টে স্বর্ণ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ইভেন্টের প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে দলটি। ফাইনালের দারুণ লড়াই শেষে রাশিয়ান অলিম্পিক কমিটিকে ১৮-১৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতে নেয় তারা। আর ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে চীন। 

জিমনাস্টিক - আর্টেস্টিক

পুরুষদের একক অল-রাউন্ড ইভেন্টে জমজমাট লড়াই শেষে স্বর্ণ জিতে নিয়েছেন দাইকি হাশিমোতো। ৮৮.৪৬৫ পয়েন্ট পেয়ে এ পদক পান এ জাপানি। শুরুতে এগিয়ে থাকলেও মাঝে পিছিয়ে পড়েছিলেন হাশিমোতো। পোমেল হর্সে ১৫.১৬৬ পয়েন্ট তুলেই সবাকে পেছনে ফেলে দেন তিনি। মাঝে এগিয়ে থেকেও চীনের জিয়াও রুওতেংকে সন্তুষ্ট থাকতে হয় রৌপ্য পদক নিয়ে। ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির নিকিতা নাগোর্নি। 

ভারোত্তোলন

পুরুষদের -৭৩ কেজি ইভেন্টে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন চীনের শি ঝিয়ং। ৩৬৪ কেজি ভার তুলে এ পদক জিতেছেন এ চাইনিজ তারকা। স্ন্যাচে ১৬৬ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৯৮ কেজি ভার তোলেন তিনি। পুরনো রেকর্ডের চেয়ে ১৮ কেজি বেশি ভার তোলেন এ চাইনিজ। ভেনেজুয়েলার হুলিও মায়োরা জিতেছেন রৌপ্য পদক। ব্রোঞ্জ পদক জিতেছেন ইন্দোনেশিয়ার রহমত আব্দুল্লাহ। 

ইকুয়েস্ট্রেইন

ইকুয়েস্ট্রেইন (ঘোড়দৌড়) নারীদের ড্রেসেজ একক ইভেন্টে স্বর্ণ জিতেছেন জেসিকা ভন ব্রেদৌ-ওয়ার্ন্ডল। ৯১.৭৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান লাভ করেন তিনি। দ্বিতীয় হয়েছেন জেসিকার স্বদেশী ইসাবেল ওয়ের্থ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের চার্লোত্তে ডুজার্ডিন জিতেছেন ব্রোঞ্জ। তবে এ ইভেন্টে ব্রিটিশদের হয়ে সবচেয়ে বেশি পদক জয়ের কীর্তি গড়েছেন তিনি।

ফেন্সিং

পুরুষদের সেইবার দলগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। ফাইনালে ইতালিকে হারিয়ে এ পদক জিতে নেন কোরিয়া। ৪৫-২৬ পয়েন্টের ব্যবধান জয় পান তারা। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে হাঙ্গেরি।

জুডো

পুরুষদের -৯০ কেজি ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন জর্জিয়া লাশা বেকাউরি। ফাইনালে জার্মানির এডওয়ার্ড ট্রিপেলকে হারান তিনি। একটি পেনাল্টি পেলেও একটি ওয়াজা-আরিই যথেষ্ট হয় লাশার ম্যাচ জয়ের জন্য। ব্রোঞ্জ পদক পেয়েছেন উজবেকিস্তানের দাভ্লাত বোবোনোভ ও হাঙ্গেরির ক্রিস্তিয়ান তথ। বিস্ময়করভাবে এ ইভেন্টের ফেভারিট দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের নিকোলোজ শেরাজাদিশভিলি শেষ ষোলোতে বিদায় নেন।

জুডো

নারীদের -৭০ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন জাপানের আড়াই চিজুরু। ফাইনালে অস্ট্রিয়ার মিকায়েলা পোলারেসকে হারান তিনি। একটি ওয়াজা-আরি পেয়ে স্বর্ণ নিশ্চিত করেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন রাশিয়ান অলিম্পিক কমিটির মাদিনা তাইমাজোভা ও নেদারল্যান্ডসের সানে ভ্যান ডাইকে।

রাগবি সেভেন্স

রাগবি সেভেন্সে নিজের আধিপত্য ধরে রেখেছে ফিজি। রিও অলিম্পিকে স্বর্ণ জয়ের পর এবার টোকিও অলিম্পিকেও স্বর্ণ জিতেছে দলটি। এবারের আসরে এটাই তাদের প্রথম পদক। এদিন ফাইনালে নিউজিল্যান্ডকে ২৭-১২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। গতবারের ফাইনালিস্ট গ্রেট ব্রিটেনকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে আর্জেন্টিনা।

সাইক্লিং

এক রাশ চমক উপহার দিয়ে পুরুষদের একক টাইম ট্রায়ালে স্বর্ণ জিতেছেন স্লোভেনিয়ার প্রিমোজ রগলিক। ৫৫ মিনিট ০৪.১৯ সেকেন্ডে ৪৪.২ কিলোমিটারের এ রেস শেষ করেন এ স্লোভেনিয়ান। এ ইভেন্টে রৌপ্য পেয়েছেন নেদারল্যান্ডসের টম ডুমৌলিন। রগলিকের চেয়ে ১ মিনিট ০১.৩৯ সেকেন্ড বেশি নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার রোহান ডেনিস পেয়েছেন ব্রোঞ্জ পদক। বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির ফিলিপো গান্না রেস শেষ করেছেন পঞ্চম স্থানে থেকে।

ডাইভিং

পুরুষদের ৩ মিটার স্প্রিংবোর্ড সিঙ্ক্রো দ্বৈতে স্বর্ণ জিতেছেন চীনের ওয়াং জংউয়ান ও এক্সিয়ে সিয়ি। ৪৬৭.৮২ পয়েন্ট পেয়ে এ পদক জিতে নেন এ জুটি। এ ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ড্রেউ কাপোবিয়াঙ্কো ও মাইকেল হিক্সন। শুরুতে ভালো করতে পারেননি চীনা জুটি। পঞ্চম ডাইভ পর্যন্ত ১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্রই। শেষদিকে এগিয়ে যায় চাইনিজরা। কিছুটা ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন জার্মানির প্যাট্রিক হাউসডিং ও লার্স রুডিগার। 

সাইক্লিং

রোড সাইক্লিংয়ে  ভুল করে স্বর্ণ জয়ের উদযাপন করেছিলেন আনেমিয়েক ভ্যান ভ্লিউটেন। তবে এবার আর কোনো ভুল হয়নি। নারীদের একক টাইম ট্রায়ালে ঠিকই স্বর্ণ জয়ের উল্লাসে মেতেছেন নেদারল্যান্ডসের এ সাইক্লিস্ট।  ৩০ মিনিট ১৩.৪৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। তার চেয়ে ৫৬.৪৭ সেকেন্ড সময় বেশি নয়ে রৌপ্য জিতেছেন সুইজারল্যান্ডের মারলেন রিউসার। নেদারল্যান্ডসের আনা ভ্যান ডার ব্রেগান পেয়েছেন ব্রোঞ্জ পদক।

সাঁতার

পুরুষদের ৪x২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে স্বর্ণ জিতেছে গ্রেট ব্রিটেন। ৬ মিনিট ৫৮.৫৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয় দেশটির সাঁতারুরা। ৭ মিনিট ০১.৮১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটি। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে অস্ট্রেলিয়া।  

সাঁতার

অবশেষে স্বর্ণের দেখা পেয়েছেন আদরের অন্যতম ফেভারিট সাঁতারু কেটি লেডেকি। নারীদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে এ পদক জিতেছেন তিনি। ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। এ ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন লেডেকির স্বদেশী এরিকা সুলিভান। তৃতীয় হয়েছেন জার্মানির সারাহ কোহলার। 

সাঁতার

নারীদের ২০০ মিটার একক মিডলেতে স্বর্ণ জিতেছেন জাপানের ওহাশি ইউ। আসরের অন্যতম ফেভারিট দুই মার্কিন সাঁতারু আলেক্স ওয়ালশ ও ক্যাট ডগলাসকে পেছনে ফেলে প্রথম হন তিনি। ২ মিনিট ০৮.৫২ সেকেন্ডে রেস শেষ করেন তিনি। মাত্র ০.১৩ সেকেন্ডের ব্যবধানে হেরে গেছেন ওয়ালশ। শেষ ৫০ মিটার ফ্রিস্টাইলে এগিয়ে যান ওহাশি। রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ওয়ালশকে। ডগলাস ব্রোঞ্জ পেয়েছেন। 

সাঁতার

পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছেন হাঙ্গেরির ক্রিস্তফ মিলাক। মাত্র ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। রেসের শুরুতে অবশ্য এগিয়েছিলেন জাপানের হোন্ডা টোমোরু। তবে ৫০ মিটার যেতেই তাকে ধরে ফেলেন মিলাক। রেসের মাঝ পথে গিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার টামাস কেন্ডেরেসি। তৃতীয় ধাপে গিয়ে এগিয়ে যান মিলাক। জিতে নেন স্বর্ণ পদক। হোন্ডোকে সন্তুষ্ট থাকতে হয় রৌপ্য পদক নিয়ে। এ ইভেন্টে তৃতীয় হয়েছেন ইতালির ফেদেরিকো বারদিসো। টামাস রেস শেষ করেন চতুর্থ হয়ে।  

রোয়িং

নারীদের কোয়াড্রুপল স্কালসে স্বর্ণ পদক জিতেছে চীন। নতুন বিশ্বরেকর্ড গড়েই এ পদক জিতেছে তারা। ৬ মিনিট ০৫.১৩ সেকেন্ডে রেস শেষ করে দেশটি প্রতিযোগীরা। এ ইভেন্টে তাদের চেয়ে ৬.২৩ মিনিট বেশি সময় নিয়ে রৌপ্য পদক জিতেছে পোল্যান্ড। তৃতীয় হয়েছে অস্ট্রেলিয়া। 

সাঁতার

নারীদের ২০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাস। নতুন অলিম্পিক রেকর্ড ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ তিনি। তারচেয়ে ০.৪২ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন হংকংয়ের সিওভান হাফলি। ১৭৫ মিটার পর্যন্ত এগিয়ে ছিলেন তিনিই। শেষ ২৫ মিটারে জাদু দেখান টিটমাস। জিতে নেন স্বর্ণ। কানাডার পেনি ওলেক্সিয়াক ব্রোঞ্জ পদক জিতেছেন। আসরের ফেভারিট কেটি লেডেকি পঞ্চম স্থানে থেকে রেস শেষ করেছেন।  

রোয়িং

পুরুষদের কোয়াড্রুপল স্কালসে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছে নেদারল্যান্ডস। ৫ মিনিট ৩২.০৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয় দেশটি। তাদের চেয়ে ১.৭২ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছে গ্রেট ব্রিটেন। ব্রোঞ্জ পদক গিয়েছে অস্ট্রেলিয়ায়।

রোয়িং

পুরুষদের ফ্লোরে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছে অস্ট্রেলিয়া। ৫ মিনিট ৫৭.১৭ সেকেন্ড সময় নিয়েছে দেশটির রোয়াররা। তাদের চেয়ে ১.১২ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য পদক জিতে নেয় রোমানিয়া। এ ইভেন্টে তৃতীয় হয়েছে ইতালি। শেষ পাঁচটি অলিম্পিক বিজয়ী গ্রেট ব্রিটেন দল এবার হয়েছে চতুর্থ। শুরুতে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও ৫০০ মিটার পর তাদের পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল ব্রিটেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

রোয়িং

নারীদের ফ্লোরে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসে তারাই। শেষ ৫০০ মিটারে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ৫ মিনিট ১৫.৩৭ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েই প্রথম হয় অস্ট্রেলিয়া। তাদের চেয়ে ০.৩৪ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয় নেদারল্যান্ডসকে। এ ইভেন্টে আয়ারল্যান্ড পেয়েছে ব্রোঞ্জ। 

রোয়িং

পুরুষদের ডাবল স্কালসে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে ফ্রান্স। ৬ মিনিট ০.৩৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক নিশ্চিত করেন দেশটির হুগো বুশারন ও ম্যাথুউ আন্দ্রদিয়াস। রোমাঞ্চকর লড়াইয়ে তারা পেছনে ফেলেন নেদারল্যান্ডসের মেলভিন টুয়েলার ও স্টিফেন ব্রোকিঙ্ককে। ০.২০ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয় ডাচরা। এ ইভেন্টে তৃতীয় হয়েছে চীন। 

রোয়িং

নারীদের ডাবল স্কালসে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতে নিয়েছে রোমানিয়া। আনকুতা বোডনার ও সিমোনা-গিয়ানিনা রাডিস ৬ মিনিট ৪১.০৩ সেকেন্ড সময় নিয়ে এ পদক জিতে নেন। ১৯৮৪ সালের পর এ ইভেন্টে দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক আনেন তারা। তাদের চেয়ে ৩.৭৯ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য পদক পায় অস্ট্রেলিয়া। তৃতীয় হয়েছে নেদারল্যান্ডস। 

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

9h ago