অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ, আশাও সেখানেই

Mominul Haque
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

একটা সময় অভিজ্ঞতায় পিছিয়ে থাকার ব্যাপারটা বাংলাদেশের বেলায় ছিল হরহামেশা ব্যাপার। অনভিজ্ঞতাই কাবু করে দিত বাংলাদেশের সম্ভাবনা। এই প্রথম বড় দলের বিপক্ষে কোন টেস্ট সিরিজে অভিজ্ঞতায় উল্টো এগিয়ে বাংলাদেশই।

সাকিব আল হাসানকে ছাড়াই মুমিনুল হকরা যেখানে মিলে খেলেছেন ৩৬২ টেস্ট। ডিন এলগারের দলের বেলায় সেই সংখ্যা ২৬২। আইপিএলের কারণে প্রথম সারির কয়েকজন না থাকায় তাদের বোলিং লাইনআপের পুরোটাই অনভিজ্ঞ। পেস আক্রমণের সেরা অস্ত্র ডোয়াইন অলিভিয়ার খেলেছেন ১৩ টেস্ট, ভিয়ান মুল্ডার ৮ টেস্ট, লোথু সিম্পালা খেলেছেন ৩ টেস্ট। লিজার্ড উইলিয়ামস,  ড্যারেল ডুপাভিলিয়নরা অভিষেকের অপেক্ষায়।

৪০ টেস্ট খেলা বাঁহাতি স্পিনার কেশব মহারাজকেই বলা যায় অভিজ্ঞ। ব্যাটিং ৭৪ টেস্ট খেলা অধিনায়ক ডিন এলগার আর ৪৯ টেস্ট খেলা টেম্বা বাভুমা সবচেয়ে অভিজ্ঞ। কিন্তু কিগান পিটারসেন ৫ টেস্ট, সারেল এরউইয়া খেলেছেন কেবল ২ টেস্ট। দলটিতে এরকম অনভিজ্ঞদের ছড়াছড়ি।

অন্যদিকে বৃহস্পতিবার ডারবানে বাংলাদেশ অধিনায়ক  মুমিনুল হক নামবেন ৫০তম টেস্টে। মুশফিকুর রহিমের আছে ৭৮ টেস্ট খেলার অভিজ্ঞতা, ৬৪ টেস্টের অভিজ্ঞতার ঋদ্ধ তামিম ইকবাল। লিটন দাস (২৯) ও মেহেদী হাসান মিরাজও (৩১) খেলে ফেলেছেন অনেকগুলো টেস্ট। 

বুধবার প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি উঠলে অভিজ্ঞতার সুবিধা পাওয়ার আশা করেন মুমিনুল, তবে নির্দিষ্ট দিনের চাপ সামলানোর দিকেই যত চিন্তা তার,  'অভিজ্ঞতায় একটু হয়ত এগিয়ে থাকব। কিন্তু সুবিধা ওরাও পাবে। যেমন ওরা ঘরের মাঠে খেলছে। তো দুই দলেরই কিছু কিছু সুবিধা থাকবে। কিন্তু বড় জিনিস হলো ৫ দিন ১৫ টা সেশন ভালা খেলা। ভালো জায়গায় বল করা, ভালো ব্যাটিং করা। চাপের জিনিসগুলো ভালোভাবে মানিয়ে নেয়া, জেতা গুরুত্বপূর্ণ।'

ডারবানের কিংসমিডের মাঠেও সাম্প্রতিক ইতিহাস স্বাগতিকদের জন্য সুখের নয়। এই মাঠে সবশেষ ৪ টেস্টেই হেরেছে তারা। তবে এসব পরিসংখ্যান আর অভিজ্ঞয়ার খতিয়ান থেকে নতুন একটা দিনে দল কেমন খেলে সেদিকে নজর অধিনায়কের,  'যেহেতু বলছেন, হ্যাঁ হয়ত একটু সুযোগ থাকবে, ওইভাবে চিন্তা থাকবে। কিন্তু প্রথমে যেটা বললেন, নতুন দিন নতুন ভাবে শুরু করতে হবে।'

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

14m ago