জয়ের সেঞ্চুরিতে রাঙানো সেশনে বাংলাদেশের স্বস্তি

ডারবান টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেট। এসেছে আরও ৭৪   রান। মোট ১০৭ ওভার ব্যাট করে ৭ উইকেটে  ২৫৭  রান তুলে চা-বিরতিতে গিয়েছে সফরকারীরা। এখনো স্বাগতিকদের থেকে সফরকারীরা পিছিয়ে ১১০ রানে।

মাহমুদুল হাসান জয়-লিটন দাসের ব্যাটে দারুণ এক সেশন পার করে লাঞ্চে গিয়েছিল বাংলাদেশ। লাঞ্চ থেকে ফিরেই কাটা পড়েন লিটন। তবে অবিচল থেকে সেঞ্চুরি তোলা জয়ের ব্যাটে দ্বিতীয় সেশনেও স্বস্তির হাসি মুমিনুল হকের দলের।

ডারবান টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেট। এসেছে আরও ৭৪   রান। মোট ১০৭ ওভার ব্যাট করে ৭ উইকেটে  ২৫৭  রান তুলে চা-বিরতিতে গিয়েছে সফরকারীরা। এখনো স্বাগতিকদের থেকে সফরকারীরা পিছিয়ে ১১০ রানে।

শনিবার নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করে  ১০৬  রানে অপরাজিত আছেন জয়। তার সঙ্গে ২৪ রান নিয়ে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ। ৮ম উইকেট জুটিতেও এসে গেছে ৪১ রান।

জয়ের সঙ্গে লিটনের ৮২ রানের জুটি আরও বড় কিছুর দিকে নিয়ে যাওয়ার আভাস দিচ্ছিল বাংলাদেশকে। লাঞ্চের পর প্রথম ওভারেই লিজার্ড উইলিয়ামসের বলে কাবু হয়ে যান লিটন। ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ৪১ রানে থামেন তিনি। দ্রুত গুটিয়ে যাওয়ার ভয় তৈরি হওয়া তখন স্বাভাবিক।

নতুন বল নিয়ে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা চালায় প্রোটিয়ারা। কিন্তু ইয়াসির আলি চৌধুরীর সঙ্গে সেই চাপ জয় সামলান দারুণভাবে। এই দুজনের জুটিটা যখন জমে গিয়েছিল তখনই এক আত্মঘাতি ভুল। ডোয়াই অলিভিয়ারের বল অন সাইডে ঠেলে দুই রান নিতে চেয়েছিলেন জয়, তবে দ্রুতই সিদ্ধান্ত বদলান তিনি। কিন্তু সঙ্গী ইয়াসির তার পরের কল আর শুনেননি। ইয়াসির ২২ করে রান আউটে থামলে ভাঙে ৩৩ রানের জুটি।

এরপর মিরাজকে নিয়ে এগিয়ে চলে জয়ের ব্যাট। ছন্দে থাকা মিরাজ শুরু থেকেই ছিলেন সাবলীল। রান আসতে থাকে দ্রুত। ২৭০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন জয়। মূলত এই জুটির উপরই নির্ভর করছে সব। দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের কতটা কাছে যাওয়া যাবে কিংবা লিড নেওয়া যাবে কিনা তার পুরোটাই এখন জয়-মিরাজের কাঁধে।

Comments