প্রোটিয়া ওপেনারদের দারুণ শুরু, টসের সিদ্ধান্তে আক্ষেপ বাড়ছে মুমিনুলের?

Dean Elgar
ক্রিজে বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছেন ডিন এলগার। ছবি- টুইটার

উইকেটে কিছুটা ঘাস দেখতে পেয়েছেন, আর্দ্রতাও আছে তাই টস জিতে বোলিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। অথচ টস হেরেও অখুশি হননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার। কারণ টস জিতলেও যে তারা আগে ব্যাটই করতেন। কেন তেমন সিদ্ধান্ত নিতেন প্রথম সেশনে বুঝিয়েও দিয়েছেন এলগার।

ডারবানে বৃহস্পতিবার সাইট-স্ক্রিন জটিলতায় আধঘন্টা পর শুরু হওয়া টেস্টের প্রথম সেশন স্বাগতিকদের। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেট ৯৫  রান তুলে নিয়েছে তারা।

ফিফটি করে এলগার অপরাজিত আছেন ৬০  রানে, সেরেল এরউইয়া  ব্যাট করছেন ৩২ রানে। অবশ্য লাঞ্চের ঠিক আগে ঠিক ৩২ রানে তাকে ফেরাতে পারত বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে এরউইয়ার ক্যাচ ফেলে দেন কিপার লিটন দাস। 

তাসকিন আহমেদ ইনিংসের প্রথম বলটিই করেছিলেন লেগ স্টাম্পের উপর ফুলটস। সেশনের প্রতীকী ছবিই হতে পারে তা। বাংলাদেশের তিন পেসার এরকম আলগা বল দিয়েছেন অনেকগুলো। অফ স্টাম্পের বাইরে জায়গা দিয়েছেন, লেগ স্টাম্পের উপর ফ্লিক করার জায়গায় বল দিয়ে গেছেন ইবাদত হোসেন, খালেদ আহমেদরা।

বাউন্ডারির কোন সুযগই হাতছাড়া করেননি এলগার-এরউইয়া। উইকেট থেকেও আলাদা কোন সহায়তা পেতে দেখা যায়নি পেসারদের। ছিল না তেমন কোন মুভমেন্ট। কোন রকম সমস্যা ছাড়াই তাই এগিয়েছে জুটি।

প্রথম সেশনে বাংলাদেশের কোন বোলারই সুবিধা করতে পারেননি। তাসকিন ৯ ওভারে দিয়েছেন ৩১ রান, ইবাদতের ৭ ওভার থেকে খসেছে ৩৯ রান, খালেদ ৫ ওভারে দেন ১৫।

১৯তম ওভারে প্রথম বল হাতে নেওয়া মিরাজ ৪ ওভারে দেন ৯ রান। প্রথম সেশনে তার শেষ ওভারে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন এরউইয়া। কিছুটা লাফানো সে ক্যাচ মুঠোয় রাখতে পারেননি লিটন। প্রথম দুই ঘন্টায় বাংলাদেশের কোন সুযোগ ওই একটিই। 

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

14m ago