হাফিজের কাছে জায়গা হারালেন সাকিব
দক্ষিণ আফ্রিকায় দল ভালো করেছে না। নিজেও করতে পারেননি বিশেষ কিছু। এর প্রভাব পড়ল র্যাঙ্কিংয়ে। ওয়ানডেতে আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান নেমে গেছেন দুইয়ে। তাকে সরিয়ে ওয়ানডেতে এখন এক নম্বর অলরাউন্ডার পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে সাকিবের নিষ্প্রভ থাকাতেই কপাল খুলল হাফিজের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে গড়পড়তা পারফরম্যান্স করেও উঠে গেছেন এক নম্বরে। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৩৬০ রেটিং পয়েন্ট পাকিস্তানি অলরাউন্ডারের। ৩৪৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে জায়গা হারালেও টেস্ট ও টি-টোয়েন্টিতে এক নম্বরেই আছেন বাংলাদেশের অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে ১৭৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে রাতারাতি ফল পেয়েছেন এবিডি ভিলিয়ার্স। আবার ওয়ানডেতে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন প্রোটিয়া ব্যাটিং জিনিয়াস। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, কুইন্টেন ডি কক আছেন পরের স্থানগুলোতে। দল হারলে প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি ও ফিফটি করে পাঁচ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। তিনি আছেন ১৮ নম্বরে। তার আগেই অবশ্য ১৬ নম্বরে আছে তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা বিশে নেই আর কেউ।
বোলারদের র্যাঙ্কিংয়েও সুখবর নেই বাংলাদেশের। সেরা ২০-এ আছেন কেবল একজনই। ১৯ নম্বরে আছেন সাকিব আল হাসান। বোলারদের তালিকায় সবার উপরে পাকিস্তানের হাসান আলি। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির আছেন এরপরই। তিন নম্বরে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড, চারে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা, আর পাঁচে আছে অসি পেসার মিচেল স্টার্ক।
Comments