বিনা খরচে পাইলট হওয়ার সুযোগ

ছবি: ইউএস-বাংলা

তরুণদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, যেসব মেধাবী বাংলাদেশি তরুণ বিজ্ঞান বিভাগে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অথবা এ লেভেলে ন্যূনতম ২ বিষয়ে (গণিত ও পদার্থ বিজ্ঞান) গ্রেড-বি পেয়েছেন তারা আবেদন করতে পারেন।

এছাড়া স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতকরাও আবেদন করতে পারবেন। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। উচ্চতা হতে হবে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতায় ও সার্বিক তত্ত্বাবধানে প্রার্থী নির্বাচনী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রাথমিকভাবে সকল পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৫০ জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব খরচে বিশ্বের খ্যাতনামা ফ্লাইং একাডেমিতে পাঠানো হবে। দুই বছর মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ পাইলটরা ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগদান করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা। এক্ষেত্রে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগ্রহীরা usbair.com/career/studentpilot  এ ঠিকানায় অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৫ মে ২০২২।

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

1h ago