ছিনতাইকারী ধরতে শাটল ট্রেন থেকে ঝাঁপ দিলেন চবি শিক্ষার্থী

মোবাইল ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীকে ধরতে শাটল ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।
রোববার সকালে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেন ছাড়ার পরপর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নন্দিতা দাস চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী।
সকালে পরীক্ষা দিতে তিনি চট্টগ্রাম রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রেন বটতলী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় এক যুবক আমার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারপর তাকে ধরতে ট্রেন থেকে লাফ দেই। কিন্তু ধরতে পারিনি।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।'
যোগাযোগ করা হলে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন, 'আমরা ছিনতাইকারীকে ধরার চেষ্টা করছি।'
Comments