শাবিপ্রবি: দুপুর ১২টায় শেষ হচ্ছে আল্টিমেটাম, আমরণ অনশনের প্রস্তুতি

ছবি: শেখ নাসির/স্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে পদত্যাগে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটাম আজ বুধবার দুপুর ১২টায় শেষ হচ্ছে।

এ সময়ের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা দেওয়া শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন ক্যাম্পাসের গোলচত্বর ও উপাচার্যের বাসভবনের সামনে।

ছবি: শেখ নাসির/স্টার

আন্দোলনকারী এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। তিনি বলেন, 'পুলিশের মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সারারাত ক্যাম্পাসে অবস্থানের পর শিক্ষার্থীরা এবার প্রতিবাদী কর্মসূচি হিসেবে আমরণ অনশন শুরুর প্রস্তুতি নিচ্ছেন।'

ছবি: শেখ নাসির/স্টার

গতকাল রাতে টানা ২ দিনের আন্দোলনের পর শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগে আজ দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। এর মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশন শুরুর ঘোষণাও দেন তারা।

গত রোববার প্রাধ্যক্ষের অপসারণসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিচার্জ করে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ।

সোমবার রাতে ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

পুলিশের এ মামলা 'হয়রানিমূলক' দাবি করে তা প্রত্যাহারে গতকাল রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। সময় শেষেও মামলা প্রত্যাহার না করায় সারারাত ক্যাম্পাসে অবস্থান করে তারা বিক্ষোভ করেন।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago