কুমিল্লায় অধ্যক্ষকে মারধরের অভিযোগ ৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়াকে মারধর করার অভিযোগে ছাত্রলীগের ৩ নেতাকে আটক করে পুলিশ। কিন্তু থানায় কেউ অভিযোগ দায়ের না করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়াকে মারধর করার অভিযোগে ছাত্রলীগের ৩ নেতাকে আটক করে পুলিশ। কিন্তু থানায় কেউ অভিযোগ দায়ের না করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ বুধবার দুপুরে কলেজ থেকে সামিরুল খদকার রবি, কাজী জামিল ও রানাকে আটক করে চান্দিনা থানায় নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে কাজী জামিল ওই কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি, সামিরুল খন্দকার রবি উপজলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রানা স্থানীয় ছাত্রলীগ নেতা।

চান্দিনা থানার উপ পরিদর্শক (এসআই) রাকিব হাসান ৩ জনকে আটক করার কথা নিশ্চিত করেন।

মারধরের শিকার অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, 'আজ দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মানববন্ধন করার জন্য ক্লাসরুম থেকে শিক্ষার্থীদের বের করে। আমি তাদেরকে বুঝিয়ে ক্লাসে ফিরার অনুরোধ করলে রবি, রানা, জামিল আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে। আমার মৌখিক অভিযোগে পুলিশ তাদের আটক করেছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছি।'

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ বলেন যে, চিকিৎসাধীন থাকায় তিনি থানায় অভিযোগ দায়ের করতে পারেননি।

তিনি আরও বলেন, 'গত সোমবার দ্বিতীয় বর্ষের ছাত্র আজাদ কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের মূল ফটকে মোটরসাইকেল রাখেন। মোটরসাইকেল সরিয় নিতে বলায় কলজের কর্মচারী রাজনকে তিনি মারধর করেন। মঙ্গলবার আবার তার উপর হামলা হয়। ওই ঘটনার জের ধরে আজ আমার ওপর হামলা হলো।'

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

5h ago