এসএসসির ফল: কেমন করল প্রবাসী শিক্ষার্থীরা

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি বিদেশি কেন্দ্রে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল ৪১৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৩৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন শিক্ষার্থী।
ছবি: স্টার ফাইল ফটো

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি বিদেশি কেন্দ্রে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল ৪১৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৩৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন শিক্ষার্থী।

বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের ছেলেমেয়েরা এসব কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল।

সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, লিবিয়ার ত্রিপলি, কাতারের দোহা, বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও রাজ আল খাইমাহ, ওমানের সাহাম এবং গ্রিসের এথেন্স কেন্দ্রে এসব পরীক্ষা নেওয়া হয়।

এর মধ্যে এথেন্সে মাত্র একজন পরীক্ষার্থী ছিল। সে পাস করলেও জিপিএ ৫ পায়নি।

সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল দোহা কেন্দ্রে। সেখানে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৪ জন। ২২ জন জিপিএ ৫ পেয়েছে।

Comments

The Daily Star  | English
No respite from heat wave for five days: BMD

Heat takes a toll on expecting mothers

The ongoing heatwave has exacerbated the challenges faced by everyone in the country, but the situation has become particularly difficult for expecting mothers.

2h ago