ফের পেছালো ঢাবির ভর্তি পরীক্ষা, শুরু ১ অক্টোবর
কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ফের পেছানো হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল৷
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের বিষয়টি সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে বিভিন্ন অনুষদের ডিনরা৷
পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদ (ক ইউনিট), ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট) এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট সাধারণ) ৯ অক্টোবর হবে।
এর আগে ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা জানানো হয়েছিল।
অধিভুক্ত কলেজে ভর্তি পরীক্ষার তারিখ
অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর বিজ্ঞান, ৩০ অক্টোবর কলা এবং সামাজিক বিজ্ঞান এবং ৫ নভেম্বর ব্যবসায় বিভাগ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
এর আগেও ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে করোনা পরিস্থিতির জন্য দুই বার তারিখ পুন: নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ৷
Comments