মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাস শুরু হয়েছে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে।
আজ সোমবার সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশ নেন শিক্ষার্থীরা।
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আজ প্রথম, দ্বিতীয় ও চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসও অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর বাসিন্দা ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তৌহিদুল আবেদীন তানভীর দ্য ডেইলি স্টারকে বলেন, `এতদিন আমরা বাড়ি থেকে ভার্চুয়ালি ক্লাস করে বিরক্ত ছিলাম। আজ প্রথমবারের মতো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসে যোগ দিয়েছি। আমাদের জন্য দারুন একটি দিন ছিল আজ।'
ঢাকা মেডিকেলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা আনিফ ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা গত বছর মাত্র দুই মাস সশরীরে ক্লাস করেছি। এরপর ভার্চুয়ালি প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষও শুরু করেছিলাম। আজ সেটার শেষ হলো।'
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস (ব্যবহারিক) সকাল এবং রাতের শিফটে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
ঢাকা মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক মো. টিটু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, অন্যান্যা বর্ষের শিক্ষার্থীরাও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ভার্চুয়ালি ক্লাসে অংশ নিচ্ছে।
Comments