শিক্ষা

শিক্ষার্থীদের হাফ ভাড়া দাবি: প্রতিমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। 
হাফ ভাড়ার দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষর্থীরা। ছবি: পলাশ খান

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। 

আজ মঙ্গলবার তিনি এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, 'চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলব।'

প্রতিমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। রাজধানীর বকশিবাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

নিজেকে ৭ কলেজ আন্দোলনের 'প্রধান সমন্বয়ক' দাবি করা এক শিক্ষার্থী বলেন, 'আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারা দেশের গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা।'

তিনি আরও বলেন, 'গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানা হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি মেনে নেন, নয়তো আমরা রাজপথ ছাড়ব না।'

সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান তারা।

 

Comments

The Daily Star  | English
PM declares 12 districts, 123 upazilas free of homeless people

PM opens Hajj programme-2024

Prime Minister Sheikh Hasina today inaugurated the Hajj programme-2024 (Hijri 1445) at Ashkona Hajj Camp in the capital

13m ago