সাভারে আজও শিক্ষার্থী-অভিভাবকদের সড়ক অবরোধ

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির দাবিতে সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে টানা তৃতীয় দিনের মতো আজও শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ বুধবার সকাল ৯টা থেকে ভর্তিচ্ছু ৬১ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এতে অংশ নিয়েছেন। সেসময় তারা স্কুলের সামনের সাভার থানা রোড বন্ধ করে দেন।
অবস্থানরত অভিভাবকেরা দ্য ডেইলি স্টারকে জানান, তাদের সন্তানরা ওই স্কুলে প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করেছে। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি শেষ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হবে এটাই নিয়ম। আগেও এই নিয়মেই শিক্ষার্থীরা ভর্তি হতো।
এবার ৬১ শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারছে না উল্লেখ করে তারা আরও জানান, বিভিন্ন মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় ভর্তির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, ভর্তি না করায় সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তারা রাস্তায় নেমেছেন।
অভিভাবক বিলকিছ বেগম ডেইলি স্টারকে বলেন, 'একটাই দাবি আমাদের সন্তান সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভর্তি করাতে হবে। আমাদের সন্তানদের বঞ্চিত না করে অগ্রাধিকার দেওয়া হোক। আমরা গত ২০ দিন ধরে ঘুরছি, কিন্তু সমাধান পাচ্ছি না।'
'বিদ্যালয় কর্তৃপক্ষের ভর্তি নেওয়ার সুযোগ আছে। যদি ৫ শাখায় ১২ জন করে শিক্ষার্থী ভর্তি নেয় তাহলে সমস্যা সমাধান হয়ে যায়,' যোগ করেন তিনি।
শিক্ষার্থী হুমায়রা হাসান ডেইলি স্টারকে বলেন, 'আমরা এই স্কুলে পড়েছি এই স্কুলেই পড়তে চাই।'
অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ ডেইলি স্টারকে বলেন, 'সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করাতে হয়েছে। লটারির মাধ্যমে যারা সুযোগ পেয়েছে তারাই ভর্তি হতে পেরেছে। আমরা সরকারি সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। আমাদের এখানে আসন পূরণ হয়ে যাওয়ায় তাদেরকে আর ভর্তি করাতে পারছি না।'
Comments