স্কুলে প্রথম আসার মতো আনন্দ

স্কুলে ফিরতে পেরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: স্টার

দীর্ঘ ৫৪৩ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেসময় শিক্ষকদের আনন্দের সঙ্গে শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা গেছে। রাজধানীর কয়েকটি স্কুলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেখা গেছে।

আজ রোববার সকালে রাজধানীর কয়েকটি স্কুল ঘুরে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, কয়েকজন শিক্ষার্থী জানায় যে, দীর্ঘদিন পর স্কুলে আসার পর তাদের মনে হয়েছে প্রথম স্কুলে আসার দিন যেরকম অনুভূতি হয়েছিল, আজ তাদের সেরকম অনুভূতি হচ্ছে। অনেকদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় বেশ আনন্দ লাগছে।

সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনীম মৃধাকে রাজধানীর আজিমপুর থেকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নিয়ে আসেন তার মা রাজিয়া সুলতানা।

শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করে স্কুলে প্রবেশ করানো হচ্ছে। ছবি: স্টার

রাজিয়া সুলতানা ডেইলি স্টারকে বলেন, 'অনেকদিন পর মেয়েকে স্কুলে নিয়ে আসতে পারায় খুব ভালো লাগছে। দীর্ঘদিন বাসায় থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। আগে স্কুলে যখন মেয়েকে নিয়ে আসতাম, আর আজকে যে নিয়ে আসলাম এর মধ্যে অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মেয়েকে স্কুলে আনতে হয়েছে।'

'স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুলের ভেতরে নেওয়া হচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের গাইডলাইন দিচ্ছেন,' যোগ করেন তিনি।

জারিন তাসনীম মৃধা ডেইলি স্টারকে বলে, 'অনেকদিন পর স্কুলে আসায় বেশ আনন্দ হচ্ছে। স্কুলে প্রথম আসার মতো আনন্দ পাচ্ছি।'

শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসে ঢুকছে। ছবি: স্টার

নবম শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম ডেইলি স্টারকে বলে, 'নবম শ্রেণিতে ওঠার পর আজকেই প্রথম ক্লাসে আসলাম। অনেকদিন পর শিক্ষক-সহপাঠীদের সঙ্গে দেখা হলো। আমি খুবই আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকরা আমাদের বরণ করে নিয়েছেন।'

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীদের বরণ করতে ক্লাসরুমগুলো সাজানো হয়েছে। শিক্ষার্থীদের মনে যেন করোনার ভয় না থাকে, সেজন্যে শিক্ষকরা আজকে অনুপ্রেরণামূলক ক্লাস নেবেন।'

তিনি আরও বলেন, 'স্বাস্থ্যবিধির বিষয়ে শিক্ষার্থীদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। তা নিশ্চিত করতে অভিভাবকদের সঙ্গেও বৈঠক করেছি। আজকে তারা স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গণে এসেছে। সবাই যেন স্বাস্থ্যবিধি মানেন, তা নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি। সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকতে দেওয়া হচ্ছে।'

শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি মেনে বসেছে শিক্ষার্থীরা। ছবি: স্টার

আজকে শুধু সিলেবাস পরিচিতি ক্লাস নেওয়া হবে বলেও জানান তিনি।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজে আজ সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে প্রবেশ করানো হয়। স্কুল কর্তৃপক্ষকে স্কুলের প্রবেশ পথে শিক্ষার্থীদের হাত পরিষ্কার করার পর তাদের চকলেট ও গোলাপ দিয়ে বরণ করে নিতে দেখা গেছে।

আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়েছে। সামাজিক দূরত্ব মেনে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে স্বল্প পরিসরে অ্যাসেম্বলির আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে শপথবাক্য পাঠ ও জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর শিক্ষার্থীরা লাইন ধরে শ্রেণীকক্ষে প্রবেশ করে।

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

40m ago