স্কুলে ফেরার আনন্দ

করোনার কারণে দ্বিতীয় ধাপে ১ মাস বন্ধের পর আবারো খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রথম দফায় আজ মঙ্গলবার খুলেছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ২ মার্চ থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়ে যেসব শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণীকক্ষে যেতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এখন ক্লাস হবে স্বল্প পরিসরে। অর্থাৎ গত জানুয়ারিতে শিক্ষাবর্ষ শুরুর পর যেভাবে ক্লাস হচ্ছিল, সেভাবেই ক্লাস হবে।

গত জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর পর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিদিন ৪টি বিষয়ের ওপর ক্লাস হচ্ছিল। আর দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ৩টি বিষয়ের ক্লাস নেওয়া হচ্ছিল। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২ দিন ক্লাস হয়। এই ২ দিনের প্রতিদিন ৩টি করে বিষয়ের ওপর ক্লাস নেওয়া হচ্ছিল। এ ছাড়া, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ১ দিন ৩টি বিষয়ে ক্লাস নেওয়া হয়।
করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে বেশ কিছু নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল। এবারও ২০ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনাগুলো হলো- যেসব শিক্ষার্থী করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, সশরীর শ্রেণি কার্যক্রমে শুধু তাদেরই অংশ নেওয়া; শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকের শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণের ব্যবস্থা করা; পরিস্থিতি বিবেচনায় অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে পাঠদান এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রম অব্যাহত রাখা; শিক্ষার্থীদের ক্লাসের সূচি আগের নির্দেশনা মেনে প্রণয়ন করা; ভিড় এড়াতে প্রতিষ্ঠানের সব ঢোকা ও বের হওয়ার পথ ব্যবহারের ব্যবস্থা করা এবং প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা ইত্যাদি।
Comments