বিদ্যুৎ-বিচ্ছিন্ন সিলেট

অব্যাহত বৃষ্টিতে বন্যার পানি বাড়তে থাকায় সুনামগঞ্জের পর বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটও।
ছবি: স্টার

অব্যাহত বৃষ্টিতে বন্যার পানি বাড়তে থাকায় সুনামগঞ্জের পর বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটও।

আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের উপ বিভাগীয় প্রকৌশলী আরাফাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

পাওয়ার গ্রিড কোম্পআনি অব বাংলাদেশের জিএমডি মো. জসিম উদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কুমারগাঁও ১৩২/৩৩ গ্রিড উপকেন্দ্রে গতকাল থেকেই পানি উঠছিল। গতকাল আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। কিন্তু, কন্ট্রোল রুম পর্যন্ত পানি ঢুকে পড়েছে। তাই আপাতত বিদ্যুৎ-বিচ্ছিন্ন করা হয়েছে।'

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের উপ বিভাগীয় প্রকৌশলী আরাফাত বলেন, 'সিলেটের সব সাব-স্টেশন বিদ্যুৎ-বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি। পানি কমে গেলেই আবার বিদ্যুৎ চালু করা হবে।'  

 

Comments