শ্যামনগরে খোলপেটুয়া নদীতে পাউবোর বাঁধে ধস

সাতক্ষীরার শ্যামনগরে দুর্গাবাটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশে খোলপেটুয়া নদীতে দেড়শ মিটার বেড়িবাঁধ ধসে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের এই অংশটি ধসে যায়।
শ্যামনগরে দুর্গাবাটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশে খোটপেটুয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে দুর্গাবাটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশে খোলপেটুয়া নদীতে দেড়শ মিটার বেড়িবাঁধ ধসে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের এই অংশটি ধসে যায়।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি গ্রামের নীলোৎপল মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, বাঁধ ধসে যাওয়ায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পূর্ব দুর্গাবাটি, পশ্চিম দুর্গাবাটি, পুড়াকাটলা ও আড়পাঙ্গাসিয়া গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। ভেসে যেতে পারে হাজার দুয়েক মাছের ঘের।

বুড়িগোয়ালিনী ইউপির সাবেক সদস্য নীলকান্ত রপ্তান জানান, বাঁধটি সকালের দিকেও ঠিকঠাক ছিল। দীর্ঘদিন মেরামত না হওয়ায় দেড়শ মিটার বাঁধে হঠাৎ ধস নেমেছে। রাত ১০টার দিকে জোয়ার শুরু হবে। জোয়ারের পানি ঢুকলে কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারাম্যান নজরুল ইসলাম জানান, রাতেই বাঁধ মেরামত না করা গেলে কয়েকটি গ্রাম ভেসে যাবে। রাতে বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর উপজেলার উপ বিভাগীয় প্রকৌশলী মো. জাকির হোসেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে জানান, শতকরা ৯৯ ভাগ কাজ রাতে করা না গেলে লোকালয়ে পানি ঢুকবে। আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার ব্যবস্থা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Pain deepens as food inflation stays above 12%

Food inflation in Bangladesh stayed above 12 percent for the second consecutive month in September as prices showed no signs of cooling down, hitting the pockets of the consumers who spend most of their incomes to feed their families.

1h ago