খুলনা শহরে ছড়িয়ে আছে কোরবানির পশুর বর্জ্য
ঈদের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত নগরীর অনেক জায়গায় কোরবানির বর্জ্য অপসারণ করেনি খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি ডিপার্টমেন্ট। ফলে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
নগরীর বয়রা মোস্তর মোড়, বয়রা মেইনরোড আজিজের মোড়সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, রাস্তায় কোরবানির পশুর বর্জ্য ছড়িয়ে আছে।
খুলনা সিটি করপোরেশনের চিফ কঞ্জারভেন্সি অফিসার মো. আব্দুল আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা প্রায় সবগুলো ওয়র্ডের বর্জ্য অপসারণ করেছি। আমরা অপসারণ করে যাওয়ার পর কোথাও কোথাও বাড়ির মালিকরা সেখানে ময়লা ফেলেছেন। আমরা আবারো সেখানকার বর্জ্য পরিস্কার করব।’
Comments