গাজীপুর

বঙ্গবন্ধু সাফারি পার্কে ওয়াইল্ডবিস্টের পালে এলো নতুন শাবক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ওয়াইল্ডবিস্টের নতুন শাবক জন্ম নিয়েছে। এ নিয়ে পার্কটিতে ওয়াইল্ডবিস্টের পালে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি। এ বছর পার্কে কমপক্ষে পাঁচটি ওয়াইল্ডবিস্ট জন্ম নিয়েছে।
ছবি: সংগৃহীত

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ওয়াইল্ডবিস্টের নতুন শাবক জন্ম নিয়েছে। এ নিয়ে পার্কটিতে ওয়াইল্ডবিস্টের পালে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি। এ বছর পার্কে কমপক্ষে পাঁচটি ওয়াইল্ডবিস্ট জন্ম নিয়েছে।

আজ বুধবার পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই ধারাবাহিকতা আমাদেরকে ওয়াইল্ডবিস্টের আমদানি নির্ভরতা কমিয়ে দেবে। করোনাকালে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আছে। লকডাউনের সময় দর্শনার্থী প্রবেশ পুরোপরি নিষেধ। তাই প্রকৃতির শতভাগ অনুকূল পরিবেশ পেয়ে ওয়াইল্ডবিস্টের প্রজনন বৃদ্ধি পেয়েছে। চলতি বছর কমপক্ষে পাঁচটি ওয়াইল্ডবিস্টের শাবক জন্ম নিয়েছে। পার্কে এ প্রাণীটির সংখ্যা এখন ১৭।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন খান বলেন, ‘২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন জাতের প্রাপ্ত বয়স্ক ওয়াইল্ডবিস্ট এ পার্কে আনা হয়। বয়সজনিত কারণে দুটি ওয়াইল্ডবিস্ট মারা গেছে। একটি করে বাচ্চা প্রসব করা এদের বৈশিষ্ট্য। অন্যান্য অনেক প্রাণীর মতোই জন্মের পর থেকে এরা এক বছর পর্যন্ত মায়ের সঙ্গে থাকে এবং দুধ পান করে। জন্মের সপ্তাহখানেক পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘাস ও তৃণলতা খেতে থাকে। এরা পাল বেঁধে চলাফেরা করে। জন্মের পর ধূসর বর্ণের হলেও প্রাপ্ত বয়স্ক ওয়াইল্ডবিস্ট নীলাভ ধূসর হয়ে থাকে। এ প্রাণীগুলো আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব দেশগুলোর প্রাকৃতিক পরিবেশে বেশি বিচরণ করতে দেখা যায়।’

তিনি আরও বলেন, ‘ওয়াইল্ডবিস্ট সাধারণত ছোট ঘাস খেতে বেশি পছন্দ করে। পুরুষ দুই বছর ও মাদি ওয়াইল্ড বিস্ট ১৬ মাসে প্রজনন সক্ষমতা অর্জন করে। প্রাকৃতিক পরিবেশে ওয়াইল্ডবিস্ট ২০ বছর এবং আবদ্ধ পরিবেশে ২৪ বছর পর্যন্ত বেঁচে থাকে।’

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

8h ago