গ্রিসে বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: বাংলাদেশ দূতাবাস

গ্রিসে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য 'ই-পাসপোর্ট' সেবা চালু করা হয়েছে। গ্রিস ছাড়াও দূতাবাসের অধীন মাল্টা ও আলবেনিয়ার প্রবাসী বাংলাদেশিরাও 'ই-পাসপোর্ট' সেবা নিতে পারবেন।

গত সোমবার গ্রিসের রাজধানী এথেন্সে দূতাবাস ভবনে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সে সময় গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আইয়ুব চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনসুলার ও কল্যাণ) কাজী রাসেল পারভেজ, জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ভেরিডস'র প্রধান পরিচালন কর্মকর্তা মার্ক জুলিয়ান সিওয়ারট ও গ্রিসে বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দূতাবাসের কনসুলার শাখায় স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন এবং দূতাবাসের প্রথম ইলেকট্রনিক পাসপোর্টের আবেদনের এনরোলমেনট প্রক্রিয়া দেখেন। সেখানে ২ প্রবাসীর আবেদন এনরোলমেনটের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ই-পাসপোর্টের একটি মোবাইল ইউনিটের চাবি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। এই মোবাইল ইউনিটের মাধ্যমে গ্রিসের দূরবর্তী দ্বীপাঞ্চল, মাল্টা ও আলবেনিয়ার প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করেছিলেন তার বাস্তবায়নে ২০১০ সালে মেশিন রিডেবল পাসপোর্ট প্রবর্তন করেন এবং উন্নয়নের ধারাবাহিকতায় ইলেকট্রনিক পাসপোর্ট চালু করা হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমকে একটি বড় অগ্রগতি হিসেবেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ই-পাসপোর্ট প্রবর্তনের ফলে একদিকে যেমন বাংলাদেশিদের পাসপোর্ট ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ ও নিরাপদ হবে, অন্যদিকে বাংলাদেশের পাসপোর্টের আন্তর্জাতিক মান ও দেশের সুনাম বাড়বে।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম স্থাপনের মাধ্যমে গ্রিস, মাল্টা ও আলবেনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট গ্রহণের সুযোগ দেওয়ায় প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রবাসীদের দ্রুত এই সেবা গ্রহণের আহবান জানান।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago