জার্মানিতে জাতীয় শোক দিবস পালন

জার্মানিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
১৫ আগস্ট সকালে রাজধানী বার্লিনে দূতাবাস চত্বরে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের অনুষ্ঠানের সূচনা করেন জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সব শহিদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোক দিবসের আলোচনায় জার্মানির পদার্থবিদ ও এনার্জি বিশেষজ্ঞ অধ্যাপক হার্টমুট বিয়ারভল্প, ইতিহাসবিদ ও গণহত্যা গবেষক ড. জুজানে ভিলেম, অনকোলজিস্ট ড. ক্রিস্টিয়ান মাইয়ারসহ বাংলাদেশি কমিউনিটি সংগঠকরা বক্তব্য রাখেন।
বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও মহান অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করে বলেন, তার আজন্ম লালিত স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত 'সোনার বাংলা' গড়া। যেই স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, 'এ মহান নেতা আমাদের একটি মানচিত্র ও পতাকা দেওয়ার জন্যে তার সারাজীবন উৎসর্গ করে গেছেন।'
তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিতকরণের পাশাপাশি বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।'
অনুষ্ঠানে বিশিষ্ট গবেষক প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া রচিত 'ফাউন্ডিং ফাদার, সোশ্যাল রিফরমার অ্যান্ড ভিশনারি' বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এ ছাড়াও, বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Comments