প্রবাসে

প্রথমবারের মতো বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপাক্ষিক সংলাপ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত মার্চে ২ দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের অধীনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মালদ্বীপের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব আবদুল গফুর মোহাম্মদ নেতৃত্ব দেন। ছবি: মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত মার্চে ২ দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের অধীনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মালদ্বীপের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব আবদুল গফুর মোহাম্মদ নেতৃত্ব দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংলাপে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নসহ প্রবাসী বাংলাদেশিদের জন্য কল্যাণকর বিভিন্ন বিষয় স্থান পায়।

আনুষ্ঠানিক আলোচনায়, ২ পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক সহযোগিতা ও উভয় দেশের মধ্যে প্রতিষ্ঠিত চুক্তি বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

সংলাপে পররাষ্ট্র সচিবের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) শফি বিনতে শামস ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং প্রতিনিধি দলের সদস্যরা। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

২ দিনের সফরে আজ রোববার পররাষ্ট্র সচিব মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফাইয়াজ ইসমাইলের সঙ্গে সাক্ষাত করবেন।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago