বন্যাদুর্গতদের পাশে ‘বাসভূমি’

যমুনার তীরে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করছে ‘বাসভূমি’। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ১০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান 'বাসভূমি'।

গত শুক্রবার স্থানীয় সংগঠন ওয়াফ সোশ্যাল কমিউনিটির সহায়তায় যমুনার তীরে বন্যাদুর্গতদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাড়িয়ে দিয়েছি আলোকিত হাত' স্লোগানের মাধ্যমে নতুন আরেকটি মানবিক প্রকল্প শুরু করেছে 'বাসভূমি'। এই প্রকল্পের অধীনে রয়েছে, সাতক্ষীরার পদ্মপুকুর প্রতিবন্ধী কল্যাণ সমিতির মাধ্যমে এলাকার ৩১ প্রতিবন্ধীকে নিয়মিত আর্থিক সহায়তা, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি ও আসছে শীতে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ।

এর আগে ২০০৫ সালে বাংলাদেশের মেধাবী ছাত্র তানভিরুল ইসলাম অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হলে 'বাসভূমি' তার চিকিৎসার জন্য তহবিল গঠন করে। প্রতিষ্ঠানটি মাত্র ৩ সপ্তাহের মধ্যে প্রায় ১৮ হাজার ডলার সংগ্রহ হয়।

এছাড়াও, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পাঁচ সন্তান হারানো নিত্য রানীর ভিক্ষা করার সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর 'বাসভূমি' একটি সহায়তা তহবিল গঠন করে নিত্য রানীকে এক লাখ টাকা অনুদান দেয়।

ভৈরবের পঙ্গু মুক্তিযোদ্ধা মজিদ মিয়া ক্যান্সারে আক্রান্ত হলে তাকে ৫০ হাজার টাকা দেয় 'বাসভূমি'।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও তরুণ লেখকদের বই প্রকাশ করে 'বাসভূমি' দেশের ও প্রবাসের বাংলাদেশিদের প্রশংসা পেয়েছে।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার প্রথম অনলাইন বাংলা পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে 'বাসভূমি'। গত ১৭ বছর ধরে একটি ভিন্ন সংস্কৃতির দেশে 'বাসভূমি' বাংলা ভাষা, শিল্প, সাহিত্য ও ঐতিহ্য বিকাশে কাজ করে আসছে।

অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণাঙ্গ ইন্টারনেটভিত্তিক বাংলা পত্রিকা ও প্রথম অনলাইন টেলিভিশন 'বাসভূমি'র অন্যতম কৃতিত্ব। এ ছাড়া নাটক, টেলিফিল্ম, ট্রাভেল শো, তথ্যচিত্র নির্মাণ ইত্যাদি 'বাসভূমি'র নিয়মিত কাজের অংশ।

গত ১৭ বছর ধরে একটি গণমাধ্যম হিসেবে কাজ করার পাশাপাশি নানা সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচিতে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

Comments

The Daily Star  | English
Yunus goes to Vatican for Pope Francis funeral

Yunus lands in Rome

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

23m ago