সিডনিতে ১ সপ্তাহে ২৫ বাংলাদেশির ওমিক্রন শনাক্ত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে গত ১ সপ্তাহে প্রায় ২৫ জনের করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। আক্রান্ত কোনো বাংলাদেশিকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়নি।
সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সূত্রে এ তথ্য জানা গেছে।
সিডনিতে প্রায় ৩০ হাজার বাংলাদেশি বসবাস করেন। এ শহরে করোনার বিধিনিষেধ শিথিল হওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ায় করোনা সংক্রমণ বেড়ে গেছে বলে ধারণা করছেন প্রবাসীরা।
বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে খোলা ইভেন্ট গ্রুপে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। সে সব অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে করোনা পরীক্ষার অনুরোধও জানানো হচ্ছে।
বাংলাদেশি কমিউনিটিতে ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে যাওয়ায় বেশ কয়েকটি সংগঠন এর মধ্যে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যে আজ বৃহস্পতিবার ৫ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ রাজ্যে ১ দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত।
রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেরি চ্যান্ট বলেন, 'নিউ সাউথ ওয়েলসে আক্রান্তদের বেশিরভাগ ওমিক্রন বলে আমরা নিশ্চিত হয়েছি। এ মুহূর্তে রাজ্যের ৮০ শতাংশ নাগরিক ঝুঁকির মধ্যে আছেন।'
ডা. চ্যান্ট আরও বলেন, 'রাজ্যের তরুণ জনগোষ্ঠীর মধ্যেও ওমিক্রন ছড়িয়ে পড়ছে।'
রাজ্যে ওমিক্রন বিস্তার রোধে আজ মধ্যরাত থেকে ইনডোরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে কেবল পাবলিক ট্রান্সপোর্টে, বিমানবন্দরে ও বাড়ির সামনে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল।
ক্রিস্টমাস ও নিউ ইয়ারের ছুটিতে বাসা থেকে কাজ করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, 'এটি কোনো আদেশ নয়, আমরা গতিশীলতা সীমিত করতে চাই এবং সবাইকে সুস্থ রাখতে চাই।'
আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক
Comments