গুগল ক্রোমের নতুন লোগো

দেখুন তো পার্থক্য ধরা যায় কিনা
ছবি: টুইটার থেকে নেওয়া।

২০১৪ সালের পর প্রথমবারের মতো লোগো পরিবর্তন করেছে গুগল ক্রোম। তবে লোগোটির পরিবর্তন এতো সুক্ষ্ম যে মনোযোগ দিয়ে খেয়াল না করলে ধরা যায় না। আজ রোববার গুগল ক্রোমের লোগো ডিজাইনার এলভিন হু এক টুইটে গুগল ক্রোমের লোগো পরিবর্তনের কথা জানিয়েছেন।

খেয়াল করলে বোঝা যাবে গুগল ক্রোমের লোগোতে যে ৩টি রঙ ও মাঝখানের নীল রঙয়ের বৃত্তটি রয়েছে সেটি আগের তুলনায় এখন আরও উজ্জ্বল। এছাড়া আগের লোগোতে যে শ্যাডো এফেক্টের ব্যবহার ছিল নতুন লোগোতে সেই শ্যাডো সরিয়ে ফেলা হয়েছে।

বিশ্বের টেক জায়েন্টের অন্যতম গুগল ২০০৮ সালে ইন্টারনেট ব্রাউজার ক্রোম নিয়ে আসে। তখন থেকেই লোগোর ডিজাইন ও প্রধান বিষয়গুলো অপরিবর্তিত রয়েছে। ২০১১ ও ২০১৪ সালে কিছু বদল ঘটলেও মূল রূপ একই থাকে।

এলভিন হু টুইটে বলেন, 'আমরা ব্র্যান্ড আইকন থেকে শ্যাডো সরিয়ে এমন ভাবে আইকনে ব্যবহৃত তিনটি রং আরও উজ্জ্বল করেছি যাতে এটা গুগলের অত্যাধুনিক অভিব্যক্তির সঙ্গে মানানসই হয়।'

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

5h ago