ডিজিটাল কারেন্সির সম্ভাব্যতা যাচাই করবে বাংলাদেশ ব্যাংক

দেশে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিডিবিসি) প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
স্টার অনলাইন গ্রাফিক্স

দেশে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিডিবিসি) প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা প্রবর্তনের উদ্দেশ্য হলো ভার্চুয়াল লেনদেনে সহজতর করা এবং স্টার্টআপ ও ই-কমার্সকে উৎসাহিত করা।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বৃদ্ধি পাওয়ায় অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সির পরিবর্তে ডিজিটাল মুদ্রা চালুর বিষয়ে কাজ করছে।  

সাম্প্রতিক বছরগুলোতে, বাংলাদেশ ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছে। এর ফলে ই-কমার্সের সম্ভাবনা বেড়েছে ব্যাপকভাবে।

এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি চালুর সম্ভাবনা যাচাইয়ের ওপর একটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবে।

Comments