এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী

এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী
বাবর আলী। ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি।

অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

পেশায় চিকিৎসক বাবর আলীর নেশা পর্বতাহরণ। তিনি ২০১৪ সাল থেকে হিমালয় রেঞ্জের ১১টি উচ্চ শৃঙ্গ জয় করেছেন।

গত ১ এপ্রিল থেকে শুরু হয় তার মাউন্ট এভারেস্ট অভিযান। ১০ এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান তিনি। ২৬ এপ্রিল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে এভারেস্ট ক্যাম্প-২ এ পৌঁছালেও, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ফিরে আসেন তিনি। তারপর এভারেস্টের চূড়ায় ওঠার মতো উপযুক্ত আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে বাবর আলীকে।

শেষ পর্যন্ত যাত্রা শুরু হয় গত ১৪ মে। এদিন তিনি দ্বিতীয় ক্যাম্পে, ১৮ মে তৃতীয় ক্যাম্পে এবং ১৯ মে ভোরে ক্যাম্প ফোরে পৌঁছান।

বাবর আলী ১৯ মে ভোরে ডেথ জোন নামে পরিচিত শৃঙ্গে আরোহণ করেন এবং মাউন্ট এভারেস্ট জয় করেন।

ফরহান জামান বলেন, এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও জয় করা জন্য শিগগির বাবর যাত্রা শুরু করবেন।

৩৩ বছর বয়সী বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর গ্রামে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এর আগে মুসা ইব্রাহিম (২০১০), এম এ মুহিত (২০১১), নিশাত মজুমদার (২০১২) ও ওয়াসফিয়া নাজরীন (২০১৩) সাফল্যের সঙ্গে এভারেস্ট জয় করেন।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago