বাণিজ্য

ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট শুরু ২৬ অক্টোবর

বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই) এর যৌথ উদ্যোগে আগামী ২৬ অক্টোবর ঢাকায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট শুরু হবে।
ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের অডিটরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: ডিসিসিআই

বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই) এর যৌথ উদ্যোগে আগামী ২৬ অক্টোবর ঢাকায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ অক্টোবর ভার্চুয়ালি সপ্তাহব্যাপী এই সামিটের উদ্বোধন করবেন।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামিটে বাংলাদেশের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের সফল ব্যবসায়ী, দেশী-বিদেশী শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, বাণিজ্য বিশ্লেষক, অর্থনীতিবিদ, বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্য, বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিশ্বের ৩৮টি দেশের ২৭১টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ৫৫২টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ দিনব্যাপী সামিটে শিল্প ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ৬টি বিষয়ভিত্তিক সেশনের পাশাপাশি ৪৫০টি বিটুবি সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া, অবকাঠামো, আইটি, লেদার গুডস, ফার্মাসিটিকেলস, লাইট ইঞ্জিনিয়ারিং, এ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং, প্লাস্টিক প্রোডাক্টস, জুট এবং টেক্সটাইলস, এফএমসিজি অ্যান্ড রিটেইল বিজনেস এ ৯টি সম্ভাবনাময় খাতকে বাণিজ্য ও বিনিয়োগের জন্য দেশি-বিদেশী শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হবে।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago