স্বর্ণের দাম ভরিতে কমেছে ১১৬৬ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার থেকে নতুন এই দাম সারাদেশে কার্যকর হবে।
দাম কমার পর বর্তমানে ২২ ক্যারেট সোনার অলংকারের দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাঁড়াচ্ছে ৭৭ হাজার ২১৬ টাকা।
বাজুস গত রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। তাই দেশের বাজারে দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ বাজুস ৭ জুলাই স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল। এর আগে ২২ মে সোনার ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রূপার দর অপরিবর্তিত রেখেছে বাজুস। হলমার্ক করা ২২ ক্যারেটের রূপার অলংকারের দাম ১ হাজার ৫১৬ টাকা।
Comments