১৬ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় সেপ্টেম্বরে

গত মাসে ১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। বিগত ১৬ মাসের মধ্যে এটাই সর্বনিম্ন প্রবাসী আয়। হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠানোকে এর জন্য দায়ী মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রবাসী আয় কম এসেছে ১৯ দশমিক ৭৪ শতাংশ। আর গত আগস্ট মাসের তুলনায় কম এসেছে ৫ শতাংশ।
২০২০ সালের মে মাসে বাংলাদেশে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। তখন থেকে গত আগস্ট পর্যন্ত ১ দশমিক ৮৩ থেকে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের মধ্যে ছিল এই সংখ্যা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সম্প্রতি সারা বিশ্বে চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল হয়েছে। প্রবাসী আয় কম আসার পেছনে এটাও কারণ হতে পারে।
Comments