আফজাল হোসেনের চলচ্চিত্রে গানে-অভিনয়ে তানভীর তারেক

খ্যাতিমান অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন পরিচালিত প্রথম চলচ্চিত্র 'মানিকের লাল কাঁকড়া'য় সংগীত পরিচালনা ও অভিনয় করেছেন তানভীর তারেক।
সিনেমাটিতে একজন মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে তাকে।
তানভীর তারেক বলেন, 'অভিনয়ের বিষয়টা একেবারেই কাকতালীয় ঘটনা। আফজাল হোসেন ভাইয়ের শিশুতোষ চলচ্চিত্র মানিকের লাল কাঁকড়া। সিনেমাটির ২টি গান নিয়ে প্রথমে কথা হয়। প্রথম গানটি নায়িকার সোহানা সাবার লিপে যাবে। অন্যটি পুরো ছবির একটি থিম ট্র্যাক। এই গানটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত ''দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে''। এতে কণ্ঠ দিয়েছেন অণিমা রায়।'
'আফজাল হোসেনের সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে অংশগ্রহণই আমার জন্য অনেক বড় পাওয়া', যোগ করেন তানভীর তারেক।
Comments