এক অনুষ্ঠানে ১৪ শিল্পী

উপস্থাপক আনজাম মাসুদ গত ঈদুল ফিতরে উপস্থাপকদের নিয়ে 'আমি কথা বলতে চাই' নামে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানের ধারাবাহিকতা হিসেবে এবার তিনি ১৪ সংগীতশিল্পীকে নিয়ে আসছেন এক মঞ্চে।
অনুষ্ঠানটি আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টা এটিএন বাংলায় প্রচারিত হবে।
'আমি কথা বলতে চাই' অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা হলেন: আঁখি আলমগীর, দিলশাদ নাহার কনা, সুজন আরিফ, সাব্বির জামান, অপু আমান, পুলক, কিশোর দাস, মেহরাব, লিজা, ইমরান, কর্নিয়া, ঝিলিক, ফাতিমা তুয যাহরা ঐশী ও সিঁথি সাহা।
এটি গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন আনজাম মাসুদ।
আনজাম মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি সাধারণত বিটিভি ও এটিএন বাংলার জন্য অনুষ্ঠান করে থাকি। সর্বশেষ বিটিভিতেই এক অনুষ্ঠানে ১২ জন সংগীতশিল্পীকে নিয়ে একটি গান করিয়েছিলাম। তখন থেকেই পরিকল্পনা মাথায় ছিল। তাই এবার ১৪ জন সংগীতশিল্পী নিয়ে অনুষ্ঠানটি করেছি।'
'এ অনুষ্ঠান আলোকিত করার জন্য প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এখানে সংগীতশিল্পীরা দর্শকের সঙ্গে অনেক গোপন কথা ভাগাভাগি করে নেবেন যা তারা আগে কখনো বলেননি। পাশাপাশি বুদ্ধির খেলা রয়েছে,' যোগ করেন তিনি।
Comments