অন্যরকম একটা অনুভূতি কাজ করছে: শবনম বুবলি

শবনম বুবলি অভিনীত 'চোখ' নামের একটি সিনেমা আগামী ১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় বুবলির বিপরীতে আছেন নীরব ও রোশান।
শাকিব খানকে ছাড়া এই প্রথম বুবলির কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। নতুন সিনেমার মুক্তি, আগামীর পরিকল্পনা ও বর্তমান অবস্থাসহ বেশ কিছু বিষয় নিয়ে তিনি আজ সোমবার কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
দীর্ঘদিন পর আপনার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে?
শবনম বুবলি: ১৮ মাস পর আমার নতুন কোনো সিনেমা মুক্তি পাবে। সবশেষ গত বছর কাজী হায়াৎ পরিচালিত 'বীর' নামের সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলাম। নতুন সিনেমা মুক্তির আগে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে। এটা ঠিক বোঝাতে পারব না।
শাকিব খানকে ছাড়া প্রথমবার দর্শকের সামনে আসছেন। কোনো ভীতি কাজ করছে কি?
বুবলি: কোনো ভীতি নেই আমার মধ্যে। সিনেমা ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। শাকিব খান ছাড়া অন্য কারো সঙ্গে অভিনয় করব না, তা কিন্তু কোনো দিন বলিনি। ভালো পরিচালক ও চরিত্র পেলে অন্যদের সঙ্গেও অভিনয় করতে চেয়েছি। নায়িকা হিসেবে সবার সঙ্গেই অভিনয় করতে চাই। তার প্রমাণও দিলাম। ভয় পাওয়ার কিছু নেই।

দর্শক এই সময়ে সিনেমা হলে যাবে বলে মনে করেন?
বুবলি: দর্শকরা একটু একটু করে সব কিছুর সঙ্গে মানিয়ে নিচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক হচ্ছে তারা। আমাদের দর্শকরা আশা করি অভ্যস্ত হয়ে উঠবে এসবে। একটু হয়তো সময় লাগবে ঠিক হতে।
শাকিব খানের সঙ্গে আপনার সম্পর্কের বিষয়ে বিভিন্ন ধরনের কথা শোনা যায়। কী বলবেন এই বিষয়ে?
বুবলি: একসঙ্গে অনেকগুলো সিনেমায় অভিনয় করলে বিভিন্ন ধরনের কথা শোনা যাবেই। আমার ক্ষেত্রেও সেটি হয়েছে। এর কোনো ভিত্তি নেই। সত্যি হলে এতদিনে অনেক কিছু বেরিয়ে আসতো। আশা করি, বিষয়টা বোঝাতে পেরেছি।

কী কী কাজ করছেন?
বুবলি: 'তালাশ' নামের একটি সিনেমার শুটিং শেষ হলো কয়েকদিন আগে। শাকিব খানের বিপরীতে 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমার শুটিং কিছুটা বাকি আছে। 'রিভেঞ্জ' সিনেমার শুটিং করব সামনে। 'ক্যাসিনো' ও 'বিদ্রোহী' নামে দুটি সিনেমা পুরোপুরি শেষ। মুক্তির জন্য প্রস্তুত আছে।
ওটিটির ব্যাপারে কিছু ভাবছেন কি?
বুবলি: আমাদের অবশ্যই নতুন মাধ্যমের সঙ্গে এগিয়ে যেতে হবে। নতুন অনেক ক্ষেত্র তৈরি হচ্ছে। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে নতুন মাধ্যমে। কিন্তু, আমার কাছে সিনেমা সবার আগে। অনেক বিশাল মনে হয় সিনেমাকে। আগামীতে ভালো কিছু হলে কাজ করব এই মাধ্যমে।
Comments