অভিনেত্রী ডেইজি আহমেদের জন্য দোয়া চেয়েছেন মেয়ে ঐন্দ্রিলা

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অভিনেত্রী ও রবীন্দ্র সংগীত শিল্পী ডেইজি আহমেদের জন্য দোয়া চেয়েছেন মেয়ে ঐন্দ্রিলা আহমেদ।
আজ শুক্রবার ডেইজি আহমেদের সবশেষ অবস্থা জানার জন্য যোগাযোগ করা হলে ঐন্দ্রিলা আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ' এখনো মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শরীরে ব্যথা বেড়েছে। কিডনিতে একটু সমস্যা দেখা দিয়েছে। ডায়ালাইসিস করাতে হবে।'
তিনি আরও বলেন, 'মা কিছু খেতে পারছেন না। ডাক্তার পেসমেকার লাগানোর কথা বলেছিলেন। কিন্তু শরীরের উন্নতি না হলে তা সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই, মা যেনো দ্রুত সুস্থ হয়ে ওঠেন।'
নায়ক বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজি আহমেদের শ্বাসকষ্ট, হৃদস্পন্দন ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় গত ৫ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে সিসিউইতে নেওয়া হয়। ডা. কায়সার নাসিরউল্লাহর তত্ত্বাবধানে আছেন তিনি।
ডেইজি আহমেদ অসংখ্য টিভি নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন।
উল্লেখ্য, ডেইজি আহমেদ চলতি বছরের ১৯ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ।
Comments