আফজাল হোসেন-চঞ্চল চৌধুরীর ‘মিষ্টি কিছু’

আগামীকাল রাতে চরকিতে প্রচারিত হবে অ্যান্থলজি সিরিজ 'ষ' এর দ্বিতীয় এপিসোড 'মিষ্টি কিছু'। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজের এই পর্বের মূল ভূমিকায় দেখা যাবে আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরীকে।
মিষ্টি কিছুতে আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

আগামীকাল রাতে চরকিতে প্রচারিত হবে অ্যান্থলজি সিরিজ 'ষ' এর দ্বিতীয় এপিসোড 'মিষ্টি কিছু'। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজের এই পর্বের মূল ভূমিকায় দেখা যাবে আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরীকে।

এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, 'পেট কাটা 'ষ'-তে যে গল্পগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কম বেশি আমাদের সবার শোনা। কিন্তু, গল্পগুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে তার ধরন একদম নতুন। এমন অসাধারণ কনটেন্ট নিয়ে কাজ করাকে সাধুবাদ জানাই।'

চঞ্চল চৌধুরী বলেন, 'আফজাল ভাইয়ের সঙ্গে এক ফ্রেম শেয়ার করার আনন্দ কথায় বর্ণনা করে বোঝানো কঠিন। প্রিয় একজন মানুষ এবং প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও দারুণ।'

পরিচালক নুহাশ হুমায়ূন বলেন, 'কিছু বাংলা ভূতের গল্প আছে, যা আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জিন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।'

এতে আরও অভিনয় করেছেন- কাজী নওশাবা আহমেদ, খালেদ আহমেদ রুমি, মোমো আলি, মায়মুনা ইসলাম মেধা, মোহনা হোসেন।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

3h ago