‘ইয়াং স্টার’ এ দেশের গান নিয়ে বিশেষ ৩ পর্ব

তরুণদের সংগীত বিষয়ক রিয়েলিটি শো 'ইয়াং স্টার' দেশের গান নিয়ে ৩টি বিশেষ পর্ব প্রচার করতে যাচ্ছে। আয়োজনে বিচারক হিসেবে থাকছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক বুলবুল মহলানবিশ, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম এবং গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার।
আগামীকাল মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাত ৮টায় বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচার হবে এই প্রতিযোগিতার একটি বিশেষ পর্ব। এই পর্বে অতিথি বিচারকের আসনে থাকবেন বুলবুল মহলানবিশ।
আগামী ১৫ ডিসেম্বর প্রচারিত পর্বে সুজেয় শ্যাম এবং ২১ ডিসেম্বর গাজী মাজহারুল আনোয়ার অতিথি বিচারকের আসনে থাকবেন।
প্রতিটি পর্বে অতিথি বিচারকের সঙ্গে থাকছেন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহাগ মাসুদ।
Comments