কাজী হায়াৎ আবারো আইসিইউতে

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারো অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। কয়েকদিন আগে হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।
বিষয়টি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, 'গতরাত আড়াইটার দিকে বুকে ব্যথা শুরু হলে কাজী হায়াৎ ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি।'
কাজী হায়াৎ সম্প্রতি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
Comments