ছোট ছবি ‘পাপবাজার’

পাপবাজার চলচ্চিত্রের একটি দৃশ্যে কাজী নওশাবা ও কাজী রাকিব। ছবি: সংগৃহীত

নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয় নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পাপবাজার'।

অনিক কান্তি সরকার পরিচালিত চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। নির্মাতার সঙ্গে যৌথভাবে এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নোমান হোসেন।

কাজী নওশাবা ছাড়াও এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী আনিসুল হক বরুণ, কাজী রাকিব, আলভি মামুন, নোমান হোসেনসহ অনেকেই।

চলচ্চিত্রটির বিষয়ে পরিচালক অনিক কান্তি সরকার বলেন, 'আমাদের এখানে চলচ্চিত্র নির্মাণের সীমাবদ্ধতা অনেক। শত প্রতিকূলতার মাঝেও দর্শকদের ভালো একটা কাজ উপহার দিতে চেয়েছি।'

তিনি আরও বলেন, 'আমাদের শিল্পী ও কলাকুশলীরা দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিনেমাটির পেছনে। দর্শক ও সমালোচকদের ভালবাসা পেলে আমাদের পরিশ্রম সার্থক হবে।'

Comments