‘জীবনের কথা, পরিবারের দুঃখ-বেদনার ঘটনা আছে’

মুক্তি পেতে যাচ্ছে শবনম ফারিয়া অভিনীত ওয়েব সিরিজ 'মুন্সিগিরি'। গত কয়েকদিন ধরে এই সিনেমার চরিত্রগুলোর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা কিছুটা পরিচিত হয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজ।
শিবব্রত বর্মণের কাহিনী থেকে 'মুন্সিগিরি' নির্মাণ করেছেন অমিতাভ রেজা। ওয়েব সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার স্ত্রী পারভীন চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া।
শবনম ফারিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার অভিনীত ওয়েব সিরিজ "মুন্সিগিরি" অনেক অপেক্ষার পর আগামীকাল মুক্তি পাচ্ছে। আমার অনেক ভালো লাগার সংবাদ। এই সিরিজে গোয়েন্দা (মাসুদ মুন্সি) চঞ্চল চৌধুরীর স্ত্রী (পারভীন) চরিত্রে অভিনয় করেছি। চরিত্রে অনেক বৈচিত্র্য আছে। ভালো টিমের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ। আমি নিজেও অপেক্ষা করে আছি সিরিজটি দেখার জন্য।'
তিনি আরও বলেন, 'এটি থ্রিলার নয়। ডিবি পুলিশের গল্প। খুনের রহস্য আছে, রহস্য উদঘাটনের কথা আছে। জীবনের কথা, পরিবারের দুঃখ-বেদনার ঘটনা আছে। আমার বিশ্বাস ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।'
Comments