জয়া আহসান পুতুলনাচের ইতিকথার কুসুম

ছবি: জয়ার ফেসবুক পেইজ থেকে নেয়া।

বাংলা সাহিত্যের কালজয়ী লেখক মানিক বন্দোপাধ্যায়ের পাঠকপ্রিয় উপন্যাস পুতুলনাচের ইতিকথা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক সুমন মুখোপাধ্যায়। উপন্যাসের কুসুম চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান।

আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে খবরটি নিশ্চিত করেছেন জয়া আহসান। তিনি বলেন, 'মানিক বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখকদের একজন। তার সব লেখা আমাকে টানে। পুতুলনাচের ইতিকথা উপন্যাসটিও ভীষণ প্রিয়। পুতুলনাচের ইতিকথা অবলম্বনে নিমিতব্য সিনেমায় অভিনয় করছি-এটা চূড়ান্ত। আগামী মাসে শুটিং শুরু করব। টানা শুটিং হবে। কুসুম চরিত্রটি করছি আমি।'

জয়া আহসানের সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়।

এদিকে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা 'ঝরা পালক' এর ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়েছে। এছাড়া 'কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ' নামে নতুন সিনেমার শুটিং করছেন তিনি। সৌকর্য ঘোষালের পরিচালনায় এই সিনেমার বেশিরভাগ শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

59m ago