মৌসুমী হামিদের ওয়েব মৌসুম

টিভি নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার তিনি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। মৌসুমী হামিদ অভিনীত ওয়েব ফিল্মটির নাম 'টেক্কা'। এটি প্রচারিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।
ওয়েব ফিল্মে অভিনয়ের প্রসঙ্গে মৌসুমী হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি আমার প্রথম ওয়েব ফিল্ম। এতে আমি মায়া চরিত্রে অভিনয় করেছি। এখন তো অনেকেই আমাকে মায়া নামে ডাকতে শুরু করেছেন।
টেক্কা ছাড়াও আরও দুটি ওয়েবে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এ দুটি ওয়েব ফিল্ম প্রচারের অপেক্ষায় আছে। এর একটি হলো 'রূপকথা নয়' এবং আরেকটি 'কল্প'।
'রূপকথা নয়' তাকে কর্পোরেট নারীর চরিত্রে দেখা যাবে এবং 'কল্প'তে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।
তিনি বলেন, '৩টি ওয়েব ফিল্মে ৩ রকম চরিত্রে অভিনয় করেছি। 'কল্প'তে পুলিশ অফিসারের চরিত্রটি ভিন্ন মাত্রার কাজ হবে বলে আমি মনে করছি।'
তিনি আরও বলেন, 'ওয়েব অভিনয় করে ভীষণ ভালো লাগছে। ওটিটিতে গল্প ভিত্তিক কাজ বেশি হচ্ছে। আমি কাজের মধ্যে থাকতে চাই। তবে, গল্প ভিত্তিক কাজ বেশি করতে চাই।'
অভিনেত্রী নাকি তারকা, কী হতে চেয়েছেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, 'সব সময় অভিনেত্রী হতে চেয়েছি। এখনো সেটাই চাই। জিরো থেকে হিরো হয়েছি। কোনোদিন চিন্তাও করিনি এই জায়গায় আসব।'
Comments