সরকারি অনুদানের সিনেমায় মিথিলা

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী মিথিলা। সিনেমার নাম 'জ্বলে জ্বলে তারা'।
আগামীকাল বৃহস্পতিবার থেকে সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।
মিথিলা দ্য ডেইলি স্টারকে আজ দুপুরে বলেন, 'নতুন সিনেমাটির গল্প খুব ভালো। ভালো চরিত্রও পেয়েছি। আশা করছি ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হলাম।'
সিনেমাটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী। সরকারি অনুদানের এই সিনেমার প্রথম লটের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে মানিকগঞ্জের একটি গ্রামে।
মিথিলা অভিনীত ৩টি সিনেমার শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে ২টি কলকাতার এবং ১টি ঢালিউডের সিনেমা।
'জ্বলে জ্বলে তারা' মিথিলার চতুর্থ সিনেমা। এর কাজটি শেষ করেই কলকাতায় রিংগো ব্যনার্জীর পরিচালনায় নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি।
Comments