১৮ সংগঠন বয়কট নাটক করছে: জায়েদ খান

চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন আজ বিকেলে এক সভায় জায়েদ খানকে বয়কট করেছে। এ প্রসঙ্গে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জায়েদ খান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান মুঠোফোনে বলেন, 'আমি হাইকোর্টের রায় পেয়েই বলেছিলাম- এরপর আরও ষড়যন্ত্র হবে। বয়কটের এই সিদ্ধান্ত তারই অংশ। যে কারণে আমাকে বয়কট করা হয়েছে তা খুবই সিলি, আমি এ ব্যাপারে কিছুই জানি না। বয়কট কখন করা হয়? আমি কি কোনো সংগঠন বিরোধী কাজ করেছি?'
তিনি আরও বলেন, 'ভোটের দিন অন্যরা প্রবেশ করতে পারবে না- এই অনুমতি তো সোহান ভাই উপস্থিত থেকে নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে শুনে দেখতে পারেন। আমার একার কী এত ক্ষমতা আছে যে, আমি ভোটের দিন অন্য সংগঠনের সদস্যদের প্রবেশ করতে দেব না।'
জায়েদ খান বলেন, 'এই সিদ্ধান্ত আমার সাংগঠনিক কাজে কোনো প্রভাব ফেলবে না। একইসঙ্গে তিনি প্রশ্ন রাখেন আজকের সভায় তো শিল্পী সমিতির কেউ ছিল না; প্রযোজক সমিতির কেউ নেই- তাহলে ১৮ সংগঠন কীভাবে হলো? আমার ধারণা ১৮ সংগঠন বয়কট নাটক করছে।'
Comments