এমন লুকে দেখা দেবেন মেহজাবীন

পরনে সাদা শাড়ি, তাতে নীল স্ট্রাইপ, সঙ্গে সাদা ব্লাউজ। মলিন মুখে পা গুটিয়ে বসে আছেন, দৃষ্টি অপলক। একটি ছবিতে বর্তমানের সবচেয়ে আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এমনভাবেই দেখা যাচ্ছে।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি মেহজাবীনের এমন ২টি ছবি প্রকাশ করেছে।
বোঝাই যাচ্ছে চরকির প্রযোজনায় নতুন কোনো কনটেন্টের ছবি এটি। তবে, ছোট চুলে, ফ্যাকাসে মুখে কারাগারে কেন মেহজাবীন এভাবে বসে আছেন তা প্রকাশ করেনি চরকি।
কিছুদিন আগেই চরকি প্রকাশ করেছিল আফরান নিশোর নতুন একটি লুক। সেটিও বেশ আলোচিত হয়।
চরকির সঙ্গে এই প্রথম কোনো কনটেন্টে কাজ করছেন মেহজাবীন।
Comments