করোনায় আক্রান্ত শাবানা আজমি

ভারতের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৭১ বছর বয়সী এই অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম পোস্টে করোনা আক্রান্তের খবর জানিয়েছেন শাবানা আজমি।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, আজ আমার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তাই বাড়িতে আইসোলেশনে আছি। সম্প্রতি যারা আমার সঙ্গে দেখা করেছেন তাদের সবাইকে পরীক্ষা করার অনুরোধ করছি।
কাজের দিক থেকে শাবানা আজমিকে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানী কি প্রেম কাহানী' সিনেমায় রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনের সঙ্গে দেখা যাবে। এ ছাড়া, স্টিফেন স্পিলবার্গের অ্যাম্বলিন টেলিভিশন এবং ৩৪৩ ইন্ডাস্ট্রিজের যৌথ প্রযোজনায় আসন্ন সিরিজ 'হালো'তেও দেখা যাবে প্রবীণ এই অভিনেত্রী।
Comments