কানের জুরি দীপিকা পাড়ুকোন
চলতি বছর কানে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৫তম চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে যোগ দিতে যাচ্ছেন বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
গতকাল মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ৯ সদস্যের জুরি বোর্ডের প্রেসিডেন্ট ও সদস্যদের নাম টুইটারে প্রকাশ করেছে।
এ বছর উৎসবের সেরা পুরস্কার 'পাম দ'র' নির্বাচনে কমিটির জুরিদের অন্যতম দীপিকা।
আগামী ২৮ মে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
কমিটির প্রেসিডেন্ট হিসেবে ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্দনের নাম উল্লেখ করে টুইটারে আরও বলা হয়, এর অন্য সদস্যরা হলেন—ব্রিটিশ অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-পরিচালক জেসমিন ত্রিনকা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রায়ার ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
দীপিকার আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।
Comments