মা হচ্ছেন কাজল

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিসলু দম্পতি এ বছর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। অনেক জল্পনা-কল্পনার পর এই দম্পতি অবশেষে জানিয়েছেন করেছেন তাদের ঘরে নতুন অতিথি আসছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গৌতম ইনস্টাগ্রামে কাজলের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ২০২২ সালের দিকে তাকিয়ে আছি। তারপর অন্তঃসত্ত্বা নারীর ইমোজি ব্যবহার করেছেন।
শুক্রবার কাজল গৌতমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে তাকে বেবি বাম্প দেখাতে দেখা গেছে।
সম্প্রতি, এই জুটি প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছে। ২০২০ সালের অক্টোবরে মুম্বাইয়ে তাদের বিয়ে হয়। করোনার কারণে তাদের গ্র্যান্ড ওয়েডিংয়ে শুধু ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments