রণবীর-আলিয়ার বিয়ের ছবি

বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সাত পাকে বাধা পড়েছেন এই তারকা জুটি।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় শুরু হয় তাদের বিয়ের অনুষ্ঠান।
ফিল্মফেয়ারে প্রতিবেদনে বলা হয়েছে, ৪ বছরের প্রেমের পর একে অপরের গলায় মালা পড়িয়ে 'মিস্টার অ্যান্ড মিসেস কাপুর' হলেন তারা।

আলিয়া ও রণবীরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ে কাপুরদের বান্দ্রার বাড়ি 'বাস্তু'তে হয়েছে এই বিয়ের অনুষ্ঠান।

আয়োজনে উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা কাপুর, কারিশমা কাপুর, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।
Comments