রণবীর কাপুরের হিট-ফ্লপ সমগ্র

রাজকুমার হিরানী পরিচালিত 'সঞ্জু' সিনেমায় সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন রণবীর কাপুর। সিনেমাটি ব্যবসাসফল হওয়ার পাশাপাশি প্রশংসিত হয়েছিল তার অভিনয়। কিন্তু, এর আগে প্রায় ১ বছর 'হিট' ছবি থেকে দূরে ছিলেন এই অভিনেতা।
দীর্ঘ ১৪ বছরের সিনেমা জীবনে এই প্রজন্মের অন্যতম অভিনেতার তালিকায় প্রথমদিকে রয়েছে রণবীর কাপুরের নাম। গতকাল ৩৯ বছরে পা রাখেন তিনি।
২০০৭ সালে সঞ্জয়লীলা বানসালির 'সাওয়ারিয়া' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক রণবীরের। প্রথম সিনেমাতেই সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'বাচনা অ্যায় হাসিনো' ও অয়ন মুখার্জী পরিচালিত 'ওয়েক আপ সিড' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হলেও ২০১১ সালে ইমতিয়াজ আলী পরিচালিত 'রকস্টার' সিনেমাটি তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ছিল।
২০১২ সালে অনুরাগ বসুর 'বরফি' ও ইমতিয়াজ আলির 'তামাশা'য় অভিনয় করে রণবীর প্রশংসিত হয়েছিলেন। তবে এরপর তার 'বেশরম' ফ্লপ হয়। অনুরাগ ক্যাশপ পরিচালিত 'বোম্বে ভেলভেট'-এও তিনি ভালো অবস্থায় ছিলেন না।
ভিকি সিং পরিচালিত 'রয়' তাকে আবার আলোচনায় আনে। ২০১৬ সালে করণ জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' তাকে নিয়ে আসে জনপ্রিয়তার শীর্ষে।
রণবীরের অন্য সিনেমাগুলো হলো— 'আজব প্রেম কি গজব কাহিনী', 'রকেট সিং', 'রাজনীতি', 'আনজানা আনজানি', 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ইত্যাদি। তার 'ব্রাহ্মাস্ত্র' ও 'শমসেরা' সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
তথ্যসূত্র: ফিল্মফেয়ার
Comments